Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 তোমরা এক এক বংশের মধ্য হইতে এক একজন, এইরূপে লোকদের বারো জনকে গ্রহণ কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা এক এক বংশের মধ্য থেকে এক এক জন, এভাবে মোট বারো জন লোককে গ্রহণ কর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে, মোট বারোজনকে লোকদের মধ্য থেকে বাছাই করো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জন লোককে বেছে নাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা এক এক বংশের মধ্য হইতে এক এক জন, এইরূপে লোকদের বারো জনকে গ্রহণ কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “বারো জনকে এবার বেছে নাও। প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেবে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:2
8 ক্রস রেফারেন্স  

এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক একজন, এইরূপে বারো বংশ হইতে বারো জনকে গ্রহণ কর।


কারণ ‘তোমার নাম ইস্রায়েল হইবে,’ ইহা বলিয়া সদাপ্রভুর বাক্য যে যাকোবের কাছে উপস্থিত হইয়াছিল, তাঁহার সন্তানদের বংশ-সংখ্যানুসারে এলিয় বারোখানা প্রস্তর গ্রহণ করিলেন।


তখন আমি সেই কথায় সন্তুষ্ট হইয়া তোমাদের প্রত্যেক বংশ হইতে এক একজন করিয়া বারো জনকে গ্রহণ করিলাম।


আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক একজন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।


আমি ইস্রায়েল-সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর। তাহাদের স্ব স্ব পিতৃকুল সম্পর্কীয় এক এক বংশের মধ্যে এক একজন অধ্যক্ষকে প্রেরণ কর।


আর তাহাদিগকে এই আজ্ঞা কর, তোমরা যর্দনের মধ্যবর্তী ঐ স্থান হইতে, যে স্থানে যাজকদের চরণ স্থির ছিল, তথা হইতে বারোখানি প্রস্তর গ্রহণ করিয়া আপনাদের সঙ্গে পারে লইয়া যাও, অদ্য যে স্থানে রাত্রি যাপন করিবে, সেই স্থানে সেগুলি রাখিও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন