Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 তাহাতে যিহোশূয় যাজকগণকে এই আজ্ঞা করিলেন, তোমরা যর্দন হইতে উঠিয়া আইস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তাতে ইউসা ইমামদের এই হুকুম করলেন, তোমরা জর্ডান নদী থেকে উঠে এসো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তাই যিহোশূয় যাজকদের আদেশ দিলেন, “আপনারা জর্ডন নদী থেকে উঠে আসুন।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যিহোশূয় তখন সেই যাজকদের জর্ডন থেকে উঠে আসার নির্দেশ দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তাহাতে যিহোশূয় যাজকগণকে এই আজ্ঞা করিলেন, তোমরা যর্দ্দন হইতে উঠিয়া আইস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যিহোশূয় সেই মতো যাজকদের আদেশ দিলেন। তিনি বললেন, “যর্দন নদী থেকে আপনারা বেরিয়ে আসুন।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:17
6 ক্রস রেফারেন্স  

এবং তাঁহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন।


তখন নবূখদ্‌নিৎসর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপরের ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, বাহির হইয়া আইস। তখন শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন।


তুমি সাক্ষ্য-সিন্দুকবাহক যাজকগণকে যর্দন হইতে উঠিয়া আসিতে আজ্ঞা কর।


পরে যর্দনের মধ্য হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণের উঠিয়া আসিবার সময়ে যখন যাজকদের পদতল শুষ্কভূমি স্পর্শ করিল, তখনই যর্দনের জল স্বস্থানে ফিরিয়া আসিয়া পূর্বের ন্যায় সমস্ত তীরের উপরে উঠিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন