যিহোশূয় 3:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে যর্দনে যাইতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর শরীয়ত-সিন্দুক তোমাদের আগে আগে জর্ডনে যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 দেখো, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের আগে জর্ডন নদীতে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 দেখ, সমগ্র পৃথিবীর অধিপতি প্রভুর চুক্তি সিন্দুক তোমাদের পুরোভাগে জর্ডন অতিক্রম করতে যাচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে যর্দ্দনে যাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এই হল প্রমাণ। তোমরা যখন যর্দন নদী পেরোবে, তখন প্রভু, যিনি সমস্ত ভূমণ্ডলের অধিকারী, তাঁর সাক্ষ্যসিন্দুক তোমাদের আগে আগে যাবে। অধ্যায় দেখুন |