Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 24:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

32 আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে কবরস্থ করিল, যাহা যাকোব একশত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের নিকট হইতে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 আর বনি-ইসরাইল ইউসুফের অস্থি, যা মিসর থেকে এনেছিল, তা শিখিমে সেই ভূমিখণ্ডে সমাহিত করলো, যা ইয়াকুব এক শত রূপার মুদ্রা দিয়ে শিখিমের পিতা হমোরের সন্তানদের কাছ থেকে ক্রয় করেছিলেন; আর তা ইউসুফ-বংশের অধিকারভুক্ত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 আর যোষেফের অস্থি, যেগুলি ইস্রায়েলীরা মিশর থেকে নিয়ে এসেছিল, তা লোকেরা শিখিমে সেই জমিখণ্ডে কবর দিল, যা যাকোব শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রা দিয়ে কিনেছিলেন। এটি যোষেফের বংশধরদের অধিকার হয়ে রইল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 শিখিমের একটি স্থান যাকোব একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে শিখিমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। যোষেফের যে অস্থিগুলি ইসরায়েলীরা মিশর থেকে এনেছিল সেগুলি তারা এই স্থানে সমাধিস্থ করল। সেই স্থানটি যোষেফের বংশধরদের অধিকারভুক্ত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে পুঁতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 মিশর ছেড়ে চলে আসার সময় ইস্রায়েলবাসীরা সঙ্গে করে এনেছিল যোষেফের অস্থি। তারা শিখিমে তাঁর অস্থিগুলি সমাহিত করল। তারা সেই জায়গায় কবর দিল যে জায়গাটি যাকোব 100টি খাঁটি রূপোর মুদ্রা দিয়ে শিখিমের পিতা হমোরের কাছ থেকে কিনেছিলেন। এই জায়গাটিতে যোষেফের সন্তান সন্ততিরা বাস করছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 24:32
9 ক্রস রেফারেন্স  

আর যোষেফ ইস্রায়েল-সন্তানগণকে এই দিব্য করাইলেন, কহিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা এই স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে।


পরে শিখিমের পিতা যে হমোর, তাহার সন্তানদিগকে রৌপ্যের একশত কসীতা [মুদ্রা] দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন;


আর মোশি যোষেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেননা তিনি ইস্রায়েল-সন্তানদিগকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এই স্থান হইতে লইয়া যাইবে।


আর তাঁহারা শিখিমে নীত হইলেন, এবং যে কবর অব্রাহাম রৌপ্যমূল্য দিয়া শিখিমে হমোর-সন্তানদের নিকট হইতে ক্রয় করিয়াছিলেন, তন্মধ্যে সমাহিত হইলেন।


বিশ্বাসে যোষেফ মৃত্যুকালে ইস্রায়েল-সন্তানগণের প্রস্থানের বিষয়ে উল্লেখ করিলেন, এবং আপন অস্থিসমূহের বিষয়ে আদেশ দিলেন।


তাহাতে তিনি শুখর নামক শমরিয়ার এক নগরের নিকটে গেলেন; যাকোব আপন পুত্র যোষেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাঁহার নিকটবর্তী।


আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশী দিলাম; ইহা আমি আপন খড়্‌গ ও ধনুর দ্বারা ইমোরীয়দের হস্ত হইতে লইয়াছি।


তাহাতে যাকোব মিসরে গেলেন, পরে তাঁহার ও আমাদের পিতৃপুরুষদের মৃত্যু হইল।


পরে যোষেফ আপন ভ্রাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, এবং অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিগকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন