যিহোশূয় 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 এবং তাঁহার সঙ্গে দশ জন অধ্যক্ষকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ হইতে এক একজন পিতৃকুলাধ্যক্ষকে, প্রেরণ করিল; তাঁহারা এক একজন ইস্রায়েলের সহস্রগণের মধ্যে আপন আপন পিতৃকুলের পতি ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এবং তাঁর সঙ্গে ইসরাইলের প্রত্যেক বংশ থেকে এক জন করে মোট দশ জন পিতৃকুলের নেতাকে প্রেরণ করলো; তাঁরা এক এক জন ইসরাইলের হাজার লোকের মধ্যে নিজ নিজ পিতৃকুলের প্রধান ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তাঁর সঙ্গে তারা ইস্রায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে দশজন প্রধান ব্যক্তিকে পাঠাল, যারা ইস্রায়েলী গোত্রগুলির নিজের নিজের বংশের মধ্যে প্রধান ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এবং তাঁর সঙ্গে দশজন গোষ্ঠীপ্রধানকে পাঠাল। ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে পাঠানো হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এবং তাঁহার সঙ্গে দশ জন অধ্যক্ষকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ হইতে এক এক জন পিতৃকুলাধ্যক্ষকে, প্রেরণ করিল; তাঁহারা এক এক জন ইস্রায়েলের সহস্রগণের মধ্যে আপন আপন পিতৃকুলের পতি ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ইস্রায়েলবাসীরা এছাড়াও তাদের পরিবারগোষ্ঠীর দশজন নেতাকে সেখানে পাঠিয়েছিল। প্রতিটি গোষ্ঠী থেকে একজন করে নেতা পাঠানো হয়েছিল। এরা থাকত শীলোতে। অধ্যায় দেখুন |