Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 আর রূবেণ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত বেৎসর, চারণভূমির সহিত যহস,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 আর রূবেণ-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে বেৎসর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 রূবেণ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ বেৎসর, যহস,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36-37 রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমি সহ বেৎসর, যাহাস, কেদেমােৎ ও মেফাৎ—এই চারটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 আর রূবেণ বংশের অধিকার হইতে পরিসরের সহিত বেৎসর,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:36
7 ক্রস রেফারেন্স  

আর যিরীহোর নিকটস্থ যর্দনের পূর্বপারে তাহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।


নগর তিনটি এই- রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্য বাশনস্থিত গোলন।


যহস, কদেমোৎ ও মেফাৎ,


তথাপি সীহোন আপন সীমা দিয়া ইস্রায়েলকে যাইতে দিল না; কিন্তু সীহোন আপনার সমস্ত প্রজাকে একত্র করিয়া ইস্রায়েলের প্রতিকূলে প্রান্তরে বাহির হইল, এবং যহসে উপস্থিত হইয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল।


চারণভূমির সহিত দিম্না, ও চারণভূমির সহিত নহলোল এই চারিটি নগর দিল।


চারণভূমির সহিত কদেমোৎ ও চারণভূমির সহিত মেফাৎ, এই চারিটি নগর দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন