যিহোশূয় 21:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 পরে তাহারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার হইতে চারণভূমির সহিত যক্মিয়াম, চারণভূমির সহিত কার্তা, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে তারা মরারিয়দের গোষ্ঠীগুলোর অর্থাৎ অবশিষ্ট লেবীয়দেরকে সবূলূন-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে যক্মিয়াম, চারণ-ভূমির সঙ্গে কার্তা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 (অবশিষ্ট লেবীয় গোষ্ঠীর মধ্যে) মরারীয় গোষ্ঠীকে দেওয়া হল: সবূলূন গোষ্ঠী থেকে: চারণভূমিসহ যক্নিয়াম, কার্তা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34-35 লেবী বংশের অবশিষ্ট লোকেরা অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে সংলগ্ন চারণভূমিসহ যকনিয়াম, কর্তা, দিম্না, ও নহলোল, এই চারটি নগর পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে তাহারা মরাবি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার হইতে পরিসরের সহিত যক্নিয়াম, পরিসরের সহিত কার্ত্তা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34-39 লেবীয় গোষ্ঠীর অন্য শাখা হচ্ছে মরারি পরিবার। তারা পেয়েছিল এইসব শহর: সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল যক্লিয়াম, কার্ত্তা, দিম্না এবং নহলোল। সবূলূন মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। রূবেণ পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল বেৎসর, যহস, কদেমোৎ, মেফাৎ। রূবেণ মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। গাদ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পাওয়া গেল গিলিয়দের অন্তর্গত রামোৎ। (রামোৎ ছিল নিরাপত্তার শহর।) তাছাড়া মহনয়িম, হিষ্বোণ এবং যাসের। গাদ মোট চারটি শহর আর পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ দিয়েছিল। অধ্যায় দেখুন |