Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 আর মনঃশির অর্ধ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত তানক, ও চারণভূমির সহিত গাৎ-রিম্মোণ, এই দুইটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আর মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে তানক ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই দু’টি নগর দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 মনঃশির অর্ধ গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ তানক ও গাৎ-রিম্মোণ—এই দুটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের পক্ষ থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসমেত তানক ও গাৎ-রিম্মোন—এই দুটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আর মনঃশি অর্দ্ধ বংশের অধিকার হইতে পরিসরের সহিত তানক, ও পরিসরের সহিত গাৎ-রিম্মোণ, এই দুইটী নগর দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী তাদের দিয়েছিল তানক এবং গাৎ‌-রিম্মোণ। এই অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী তাদের মোট দুটি শহর এবং পশুদের জন্য শহরের চারপাশের মাঠঘাট দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:25
6 ক্রস রেফারেন্স  

রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।


আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি উপগিরি মনঃশির অধিকার ছিল।


যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,


চারণভূমির সহিত অয়ালোন, ও চারণভূমির সহিত গাৎ-রিম্মোণ, এই চারিটি নগর দিল।


কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীদের নিমিত্তে সর্বসুদ্ধ চারণভূমির সহিত এই দশটি নগর দিল।


তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন