যিহোশূয় 21:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 ফলতঃ নরহন্তার আশ্রয়-নগর পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও তাহার চারণভূমি, এবং চারণভূমির সহিত গেষর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 ফলত নরহন্তার আশ্রয়-নগর পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম ও তার চারণ-ভূমি এবং চারণ-ভূমির সঙ্গে গেষর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে তাদের দেওয়া হল: চারণভূমিসহ শিখিম (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর) ও গেষর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তাদের দেওয়া হল সংলগ্ন চারণভূমিশুদ্ধ অভয়পুরী শিখিম। এটি ছিল ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 ফলতঃ নরহন্তার আশ্রয়-নগর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও তাহার পরিসর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পাহাড়ী দেশ ইফ্রয়িমের শিখিম শহর (একটি আশ্রয় দেবার শহর)। তারা গেষরও পেল। অধ্যায় দেখুন |