যিহোশূয় 21:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 ফলতঃ তাহারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্বতময় যিহূদা প্রদেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের চারণভূমি তাহাদিগকে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ফলত তারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্বতময় এহুদা প্রদেশস্থ হেবরন ও তার চারদিকের চারণ-ভূমি তাদের দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যিহূদার পার্বত্য প্রদেশে তারা চারণভূমিসহ তাদের কিরিয়ৎ-অর্ব (অর্থাৎ, হিব্রোণ) নগরটি দিল। (অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তারা তাদের দিল কিরিয়াত-অর্বা, যার বর্তমান নাম হিব্রোণ এবং তার পার্শ্ববর্তী চারণভূমি। এটি ছিল যিহুদার পার্বত্য অঞ্চলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 ফলতঃ তাহারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের পরিসর তাহাদিগকে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তারা ওদের দিয়েছিল কিরিয়ৎ-অর্ব (এটা হচ্ছে হিব্রোণ। অনাকের পিতা অর্বের নামেই এর নামকরণ হয়েছিল।) পশুদের জন্য তারা শহরের কাছাকাছি কিছু মাঠও দিয়েছিল। অধ্যায় দেখুন |