Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 2:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 সেই দুইজন চর শয়ন করিবার পূর্বে ঐ স্ত্রীলোকটি ছাদের উপরে তাহাদের নিকটে আসিল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 সেই দু’জন গোয়েন্দা শয়ন করার আগে ঐ স্ত্রীলোকটি ছাদের উপরে তাদের কাছে এল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 রাতে, ওই দুজন গুপ্তচর শুতে যাওয়ার আগে, রাহব ছাদে তাদের কাছে গেল

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সেই গুপ্তচর দুজন শুয়ে পড়ার আগে রাহাব ছাদের উপরে এসে তাদের বলল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সেই দুই জন চর শয়ন করিবার পূর্ব্বে ঐ স্ত্রীলোকটী ছাদের উপরে তাহাদের নিকটে আসিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এদিকে ওরা দুজন যখন শুয়ে পড়ার আয়োজন করছে রাহব ছাদে উঠে এলো।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 2:8
4 ক্রস রেফারেন্স  

ঐ লোকেরা তাহাদের পশ্চাতে যর্দনের পথে পারঘাটা পর্যন্ত দৌড়াইয়া গেল; এবং যাহারা তাহাদের পশ্চাতে দৌড়াইয়া গেল, সেই লোকেরা বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল।


আর তাহাদিগকে কহিল, আমি জানি, সদাপ্রভু তোমাদিগকে এই দেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে মহাভয় উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই দেশনিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে।


কিন্তু স্ত্রীলোকটি তাহাদিগকে ছাদের উপরে লইয়া গিয়া ছাদের উপরে আপনার সাজান মসিনার ডাঁটার মধ্যে লুকাইয়া রাখিয়াছিল।


পুরুষ ও স্ত্রীলোকে সেই গৃহ পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সমস্ত ভূপাল সেখানে ছিলেন, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিন সহস্র লোক শিম্‌শোনের কৌতুক দেখিতেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন