যিহোশূয় 19:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 ঐন্, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গ্রামের সহিত চারিটি নগর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ঐন, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গামের সঙ্গে চারটি নগর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ওন, রিম্মোণ, এথর ও আশন—চারটি নগর ও তাদের সন্নিহিত গ্রামগুলি— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এন্, রিম্মোন, এথের এবং আশান—পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট চারটি নগর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 স্ব স্ব গ্রামের সহিত তেরটী নগর। ঐন, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গ্রামের সহিত চারিটী নগর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তারা আরও যে সব শহর পেয়েছিল সেগুলো হচ্ছে: ঐন, রিম্মোণ, এখর এবং আশন। চারপাশের মাঠঘাট নিয়ে চারটে শহর। এছাড়া তারা বালৎ-বের (নেগেভের রামো) পর্যন্ত সমস্ত শহরের চারপাশের মাঠ-ঘাট পেল। অধ্যায় দেখুন |