Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:49 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

49 এইরূপে আপন আপন সীমানুসারে অধিকারের জন্য তাহারা দেশ বিভাগ কার্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

49 এভাবে স্ব স্ব সীমানুসারে অধিকার করে তারা দেশ ভাগ করার কাজ সমাপ্ত করলো; আর বনি-ইসরাইল নিজেদের মধ্যে নূনের পুত্র ইউসাকে একটি অধিকার দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

49 যখন নির্দিষ্ট বণ্টন-প্রক্রিয়া দ্বারা তাঁরা দেশ বিভাগ সম্পূর্ণ করলেন, ইস্রায়েলীরা নূনের ছেলে যিহোশূয়কেও তাদের মধ্যে একটি অংশ উত্তরাধিকাররূপে দিল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

49 ইসরায়েলীরা এই ভাবে নিজেদের মধ্যে দেশ বন্টন এবং এলাকার সীমানা নির্ধারণের কাজ সমাপ্ত করল। তারা নিজেদের এলাকার মধ্যে নূনের পুত্র যিহোশূয়ের জন্য একটি অংশ নির্দিষ্ট করে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

49 এইরূপে আপন আপন সীমানুসারে অধিকার জন্য তাহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

49 এইভাবে দলপতিরা জমি-জায়গা ভাগ বাঁটোয়ারা করে বিভিন্ন পরিবারগোষ্ঠীকে দিয়েছিল। ভাগাভাগির কাজ শেষ হলে সমস্ত ইস্রায়েলবাসী নূনের পুত্র যিহোশূয়কে কিছু জমি দেবে বলে ঠিক করলো।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:49
4 ক্রস রেফারেন্স  

আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।


তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্মাণ করিয়া তথায় বাস করিলেন।


তাহাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-হেরসে তাঁহার অধিকারের অঞ্চলে তাঁহার কবর দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন