Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

46 মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

46 মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

46 মেয়র্কোণ ও রক্কোন এবং জোপ্পার সম্মুখবর্তী এলাকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

46 মেয়র্কোন, রক্বোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

46 মেযর্কোণ, রক্কোন এবং যাফোর নিকটবর্তী জায়গাগুলো।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:46
10 ক্রস রেফারেন্স  

আর তাহাদিগকে সকল কথা বলিয়া যাফোতে পাঠাইয়া দিলেন।


আর পিতর অনেক দিন যাফোতে, শিমোন নামক একজন চর্মকারের বাটীতে অবস্থিতি করিলেন।


আর যাফোতে এক শিষ্যা ছিলেন, তাঁহার নাম টাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দর্কা [হরিণী]; তিনি নানা সৎক্রিয়া ও দানকার্যে ব্যাপৃত ছিলেন।


কিন্তু যোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তর্শীশে পলাইয়া যাইবার নিমিত্ত উঠিলেন; তিনি যাফোতে নামিয়া গিয়া, তর্শীশে যাইবে এমন এক জাহাজ পাইলেন; তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শীশে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন।


আর আপনার যত কাষ্ঠের প্রয়োজন হইবে, আমরা লিবানোনে তত কাষ্ঠ কাটিব, এবং ভেলা বাঁধিয়া সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছাইয়া দিব; পরে আপনি তাহা যিরূশালেমে তুলিয়া লইয়া যাইবেন।


আর লুদ্দা যাফোর নিকটবর্তী হওয়াতে, পিতর লুদ্দায় আছেন শুনিয়া, শিষ্যগণ তাঁহার কাছে দুই জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না।


এই কথা যাফোর সর্বত্র প্রকাশ হইল, এবং অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল।


যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,


আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়্‌গধারে আঘাত করিল, আর অধিকারপূর্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল।


অতএব আমার প্রভু যে গম, যব, তৈল ও দ্রাক্ষারসের কথা বলিয়াছেন, তাহা আপনার দাসদের নিকটে পাঠাইয়া দিউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন