যিহোশূয় 19:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 পরে সেই সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সেই সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে সে সীমা ঘুরে রামা ও প্রাচীর-বেষ্টিত টায়ার নগরে গেল, পরে সেই সীমা ঘুরে হোষাতে গেল এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 সেই সীমারেখা পরে রামার দিকে ফিরে গেল ও টায়ারের প্রাচীর-ঘেরা সুরক্ষিত নগরের দিকে গেল, পরে হোষার দিকে ঘুরে অক্ষীব অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সেই সীমারেখা সেখান থেকে ঘুরে রামাহ্ ও প্রাচীরঘেরা নগর টায়ার পর্যন্ত এবং সেখান থেকে আবার হোষা পর্যন্ত প্রসারিত হল। এর পশ্চিম প্রান্তে ছিল মহলাব, আক্ষিব, উন্মাহ্ আফেক ও রাহোব নগর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 এরপর সীমানা রামার দক্ষিণদিকে ফিরে গেছে। সীমানাটি এগিয়ে গেছে শক্তিশালী সোর শহর পর্যন্ত। তারপর ঘুরে গেছে পশ্চিম দিকে হোষায়, শেষ হয়েছে অকষীবের কাছে সমুদ্রে। অধ্যায় দেখুন |