যিহোশূয় 19:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আর সূর্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরিয়া সবূলূন ও উত্তরদিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর সূর্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরে সবূলুন ও উত্তর দিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 পরে তা পূর্বদিকে বেথ-দাগোনের দিকে গেল, সবূলূন ও যিপ্তহেল উপত্যকা স্পর্শ করে বাঁদিকে কাবুলকে রেখে, উত্তর দিকে বেথ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 সেখান থেকে পূর্বদিকে বেঁকে ঐ সীমা বেথ-দাগোন হয়ে সবুলুন পর্যন্ত এবং উত্তর দিকে যিপ্তাহেল উপত্যকা, বেথ-এমেক ও ন্যীয়েল পর্যন্ত প্রসারিত হল এবং সেখান থেকে উত্তরে কাবুল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর সূর্য্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরিয়া সবূলুন ও উত্তরদিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্য্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তারপর সীমানা মোড় নিয়েছে পূর্ব মুখে। এটি গেছে বৈৎ-দাগোন পর্যন্ত। এটি সবূলূন এবং যিপ্তেল উপত্যকা ছুঁয়েছে। তারপর এটি বৈৎ-এমক এবং নীয়েলের উত্তরদিকে চলে গেছে। সীমানাটি কাবুলের উত্তরদিকে বিস্তৃত হয়েছে। অধ্যায় দেখুন |