যিহোশূয় 19:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 অলম্মেলক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, ও শীহোর-লিব্নৎ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 অলম্মেলক, অমাদ ও মিশাল এবং পশ্চিম দিকে কর্মিল ও শীহোর-লিব্নৎ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 অলম্মেলক, অমাদ ও মিশাল। পশ্চিমদিকে সেই সীমারেখা কর্মিল ও শীহোর-লিবনাৎ স্পর্শ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আলাম্মেলেক, আমাদ ও মিশাল। পশ্চিম দিকে এদের সীমা কারমেন এবং শিহোর-লিবনাৎ পর্যন্ত বিস্তৃত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 অলম্মেলক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, ও শীহোর-লিব্নৎ পর্য্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 অলম্মেলক, অমাদ আর মিশাল। পশ্চিম সীমা গেছে কর্মিল পর্বত এবং শীহোর-লিব্নত্ পর্যন্ত। অধ্যায় দেখুন |
ইস্রায়েলের পবিত্রতমেরই বিরুদ্ধে! তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিট্কারি দিয়াছ, বলিয়াছ, ‘আমি নিজ রথবাহুল্য দ্বারা পর্বতগণের উচ্চ মস্তকে, লিবানোনের নিভৃত স্থানে আরোহণ করিয়াছি, আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্তভাগস্থ উচ্চতম স্থানে, উর্বর ক্ষেত্রের কাননে প্রবেশ করিব।