Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ স্ব স্ব গোষ্ঠী অনুসারে আশের-বংশের নামে উঠলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 পঞ্চম গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে আশের গোষ্ঠীর নামে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 পঞ্চমবার পাশার দান ফেলে আশের গোষ্ঠীর সমস্ত পরিবারের এলাকা নির্দিষ্ট করা হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 দেশের পঞ্চম ভাগ আশের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল। সকলেই জমির অংশ পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:24
8 ক্রস রেফারেন্স  

আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।


তাহাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,


আর দানের সীমার কাছে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত আশেরের এক অংশ।


লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্‌-অরামে জন্মে।


আশের অক্কো, সীদোন, অহলব, অক্‌ষীব, হেল্‌বা, অফীক ও রহোব-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না।


গিলিয়দ যর্দনের ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল।


আশেরে ও বালোতে হূশয়ের পুত্র বানা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন