Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 আর তথা হইতে পূর্বদিক্‌, সূর্যোদয়ের দিক্‌, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আর সেখান থেকে পূর্বদিক, সূর্যোদয়ের দিক, হয়ে গাৎ-হেফর দিয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 পরে তা ক্রমাগতভাবে গাৎ-হেফর ও এৎ-কাৎসীন পর্যন্ত গেল; তা রিম্মোণের কাছে বের হয়ে নেয়ের অভিমুখে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সেখান থেকে এই রেখা পূর্বদিকে প্রসারিত হয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল, তারপর রিম্মোন পর্যন্ত গিয়ে নেয়ার দিকে বেঁকে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর তথা হইতে পূর্ব্বদিক, সূর্য্যোদয়ের দিক, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্য্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আরও পূর্বদিকে গাৎ-হেফর এবং এৎ‌-কাৎসীনে, শেষ হয়েছে রিম্মোণে। তারপর সীমানা ঘুরে গেছে নেয়ের দিকে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:13
3 ক্রস রেফারেন্স  

ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন দাস গাৎ-হেফরীয় অমিত্তয়ের পুত্র যোনা ভাববাদীর দ্বারা যে কথা বলিয়াছিলেন, তদনুসারে তিনি হমাতের প্রবেশস্থান অবধি অরাবার সমুদ্র পর্যন্ত ইস্রায়েলের সীমা পুনর্বার হস্তগত করিলেন।


আর সারীদ হইতে পূর্বদিকে, সূর্যোদয় দিকে, ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।


আর ঐ সীমা হন্নাথোনের উত্তরদিকে উহা বেষ্টন করিল, আর যিপ্তহেল উপত্যকা পর্যন্ত গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন