যিহোশূয় 19:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর তথা হইতে পূর্বদিক্, সূর্যোদয়ের দিক্, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর সেখান থেকে পূর্বদিক, সূর্যোদয়ের দিক, হয়ে গাৎ-হেফর দিয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পরে তা ক্রমাগতভাবে গাৎ-হেফর ও এৎ-কাৎসীন পর্যন্ত গেল; তা রিম্মোণের কাছে বের হয়ে নেয়ের অভিমুখে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সেখান থেকে এই রেখা পূর্বদিকে প্রসারিত হয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল, তারপর রিম্মোন পর্যন্ত গিয়ে নেয়ার দিকে বেঁকে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তথা হইতে পূর্ব্বদিক, সূর্য্যোদয়ের দিক, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্য্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আরও পূর্বদিকে গাৎ-হেফর এবং এৎ-কাৎসীনে, শেষ হয়েছে রিম্মোণে। তারপর সীমানা ঘুরে গেছে নেয়ের দিকে। অধ্যায় দেখুন |