যিহোশূয় 19:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর সারীদ হইতে পূর্বদিকে, সূর্যোদয় দিকে, ফিরিয়া কিশ্লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর সারীদ থেকে পূর্ব দিকে, সূর্যোদয় দিকে, ফিরে কিশলোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সারিদ থেকে তা পূর্বদিকে ফিরে সূর্যোদয়ের দিকে কিশ্লোৎ-তাবোরের এলাকা পর্যন্ত গেল ও সেখান থেকে দাবরৎ ও যাফিয়া পর্যন্ত উঠে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সারীদ থেকে ঐ সীমারেখা পূর্বদিকে বেঁকে কিশলোৎ-তাবোরের প্রান্ত পর্যন্ত গেল। সেখান থেকে দাবরৎ হয়ে যাফিয়া পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তারপর সীমানা গেছে পূর্বদিকে বেঁকে সারীদ থেকে কিশ্লোৎ-তাবোর পর্যন্ত, সেখান থেকে দাবরৎ আর যাফিয়ে। অধ্যায় দেখুন |