যিহোশূয় 19:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালা পর্যন্ত এবং দব্বেশৎ ও যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 পশ্চিমদিকে গিয়ে তা মারালায়, পরে দব্বেশৎকে ছুঁয়ে যক্নিয়ামের কাছে গিরিখাত পর্যন্ত বিস্তৃত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 পশ্চিম দিকে তাদের সীমানা মারালা, দব্বেশাৎ ও যক্নিয়ামের পূর্বদিকে প্রবাহিত জলস্রোত পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্য্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্য্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তারপর সীমানাটি পশ্চিম মুখে মারালার দিকে গেছে এবং দব্বেশৎ ছুঁয়েছে। তারপর সীমা চলে গেছে যক্লিয়ামের উপত্যকা বরাবর। অধ্যায় দেখুন |