Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 আর দক্ষিণ পার্শ্ব কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত হইতে আরম্ভ হইল, এবং সেই সীমা পশ্চিম দিকে নির্গত হইয়া নিপ্তোহের জলের উনুই পর্যন্ত গমন করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর দক্ষিণ পাশ কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত থেকে আরম্ভ হল এবং সেই সীমা পশ্চিম দিক দিয়ে গিয়ে নিপ্তোহের পানির ফোয়ারা পর্যন্ত স্থির হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 দক্ষিণ দিকের সীমানাটি শুরু হল পশ্চিমে কিরিয়ৎ-যিয়ারীমের উপকন্ঠ থেকে, এবং তা বের হয়ে এল নিপ্তোহের জলরাশির উৎসে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 দক্ষিণ দিকের সীমানা কিরিয়াত-জিয়ারিমের প্রান্ত থেকে শুরু করে পশ্চিমে নিপ্তোহের জলস্রোত পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর দক্ষিণ পার্শ্ব কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত হইতে আরম্ভ হইল, এবং সে সীমা পশ্চিমদিকে নির্গত হইয়া নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত গমন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 কিরিয়ৎ-যিয়ারীম থেকে শুরু হয়েছে দক্ষিণ সীমা, গেছে নিপ্তোহ নদীর দিকে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:15
4 ক্রস রেফারেন্স  

পরে ঐ সীমা সেই পর্বত-শৃঙ্গ অবধি নিপ্তোহের জলের উনুই পর্যন্ত বিস্তৃত হইল, এবং ইফ্রোণ পর্বতস্থ নগরগুলি পর্যন্ত বাহির হইয়া গেল। আর সেই সীমা বালা অর্থাৎ কিরীয়ৎ-যিয়ারীম পর্যন্ত গেল;


পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া তৃতীয় দিবসে তাহাদের নগর সকলের কাছে উপস্থিত হইল। সেই সকল নগরের নাম গিবিয়োন, কফীরা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম।


আর পূর্ব সীমা যর্দনের মোহনা পর্যন্ত লবণ-সমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দনের মোহনায় সমুদ্রের বাঁক হইতে বৈৎ-হগ্লায় ঊর্ধ্বগমন করিয়া বৈৎ-অরাবার উত্তরদিক্‌ হইয়া গেল,


তথা হইতে ঐ সীমা ফিরিয়া পশ্চিম পার্শ্বে, বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পর্বত হইতে দক্ষিণদিকে গেল; আর যিহূদা-সন্তানগণের কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম নামক নগর পর্যন্ত গেল; ইহা পশ্চিম পার্শ্ব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন