যিহোশূয় 17:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর [ঐ অংশ] আপন আপন গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হইল; তাহারা এই এই- অবীয়েষরের সন্তানগণ, হেলকের সন্তানগণ, অস্রীয়েলের সন্তানগণ, শেখমের সন্তানগণ, হেফরের সন্তানগণ ও শমীদার সন্তানগণ; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফের পুত্র মনঃশির পুত্রসন্তান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর (ঐ অংশ) নিজ নিজ গোষ্ঠী অনুসারে মানশার অন্যান্য সন্তানদের হল; তারা হল: অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর ও শমীদার গোষ্ঠীর লোকেরা। এরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে ইউসুফের পুত্র মানশার পুত্র-সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 অতএব এই অংশটি মনঃশি বংশের অবশিষ্ট লোকদের জন্য—অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর ও শমীদা গোষ্ঠীর জন্য বরাদ্দ হল। গোষ্ঠী অনুসারে এরাই যোষেফের ছেলে মনঃশির অন্যান্য পুরুষ বংশধর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 মনঃশি গোষ্ঠীর অন্যান্য লোকদের জন্যও পারিবারিক ভিত্তিতে এলাকা বণ্টন করে দেওয়া হল। আবিয়েষর, হেলেক, আস্রিয়েল, শেখেম, হেফের ও শেমিদা—সপরিবারে এঁরাই ছিলেন যোষেফের পুত্র মনঃশির পুত্রসন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর [ঐ অংশ] আপন আপন গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হইল; তাহারা এই এই, অবীয়েষরের সন্তানগণ, হেলকের সন্তানগণ, অস্রীয়েলের সন্তানগণ, শেখমের সন্তানগণ, হেফরের সন্তানগণ ও শমীদার সন্তানগণ; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফর পুত্র মনঃশির পুত্রসন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 মনঃশি পরিবারগোষ্ঠীর অন্যান্য পরিবারকেও জমি দান করা হয়েছিল। এইসব পরিবারের কর্তা হচ্ছে অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর এবং শমীদা। এরা সব মনঃশির অন্যান্য পুত্র আর মনঃশি হলেন যোষেফের পুত্র। এদের পরিবারগুলি জমির ভাগ পেয়েছিল। অধ্যায় দেখুন |