যিহোশূয় 16:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্মথতের উত্তরে নির্গত হইল; পরে সেই সীমা পূর্বদিকে ঘুরিয়া তানৎ-শীলো পর্যন্ত গিয়া তাহার নিকট হইয়া যানোহের পূর্বদিকে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্মথতের উত্তরে গেল; আরো পরে সেই সীমা পূর্ব দিকে ঘুরে তানৎ-শীলো পর্র্যন্ত গিয়ে তার কাছ দিয়ে যানোহের পূর্ব দিকে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এবং তা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হল। উত্তরে মিক্মথৎ থেকে পূর্বদিকে বাঁক নিয়ে তা তানৎ-শীলো পর্যন্ত গিয়ে, তা অতিক্রম করে পূর্বদিকে যানোহ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ভূমধ্যসাগরের উপকূলে গিয়ে শেষ হল। সীমানা পশ্চিম দিকে মিকমথ হয়ে উত্তরে বিস্তৃত হল, পরে তা ঘুরে পূর্বদিকে তানাৎ-শীলো পর্যন্ত গেল এবং সেখান থেকে যানোহের পূর্ব দিকে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্মথতের উত্তরে নির্গত হইল; পরে সে সীমা পূর্ব্ব দিকে ঘুরিয়া তানৎ-শীলো পর্য্যন্ত গিয়া তাহার নিকট হইয়া যানোহের পূর্ব্ব দিকে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এই সীমানা পূর্বদিকে বাঁক নিয়েছে তানোৎ-শীলোর দিকে এবং আরো পূর্ব দিকে এগিয়ে গেছে যানোহ পর্যন্ত। অধ্যায় দেখুন |