Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:61 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

61 প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

61 মরুভূমিতে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

61 মরুপ্রান্তরে: বেথ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

61 প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

61 প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

61 মরুভূমির শহরগুলোও যিহূদার বাসিন্দারা পেয়েছিল। সেগুলো হচ্ছে: বৈৎ‌-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:61
7 ক্রস রেফারেন্স  

পরে সেই সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্যন্ত উঠিয়া গেল।


আর উত্তরদিকে অরাবা তলভূমির সম্মুখস্থ পার্শ্বে গিয়া অরাবা তলভূমিতে নামিয়া গেল।


সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া যিহূদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন;


যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাঁহাদের সম্মুখে আপনাদিগকে পরাজিতের ন্যায় দেখাইয়া প্রান্তরের পথ দিয়া পলায়ন করিলেন।


কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম ও রব্বা; স্ব স্ব গ্রামের সহিত দুইটি নগর।


নিব্‌শন, লবণ-নগর ও ঐন্‌-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টি নগর।


তখন যিহোয়াদার পুত্র বনায় উঠিয়া গিয়া তাঁহাকে আক্রমণ করিয়া বধ করিলেন; পরে প্রান্তরে তাঁহার বাটীতে তাঁহাকে কবর দেওয়া হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন