যিহোশূয় 15:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পরে সেই সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্যন্ত উঠিয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে সে সীমা রূবেণ-বংশ বোহনের পাথর পর্র্যন্ত উঠে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 বেথ-হগ্লার চড়াই পেরিয়ে বেথ-আরাবার উত্তরে রূবেণ বংশীয় বোহনের শিলাস্তম্ভ পযর্ন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 বৈৎঅরাবায় উত্তর দিক্ হইয়া গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্য্যন্ত উঠিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারপর উত্তরের সীমা বৈৎ-হগ্লা হয়ে বৈৎ-অরাবা পর্যন্ত গেছে। সীমা আরও গেছে বোহনের পাথরের দিকে। (বোহন হচ্ছে রূবেণের পুত্র।) অধ্যায় দেখুন |