Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:57 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

57 কয়িন, গিবিয়া ও তিম্না; স্ব স্ব গ্রামের সহিত দশটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

57 কাবিল, গিবিয়া ও তিন্মা; স্ব স্ব গামের সঙ্গে দশটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

57 কয়িন, গিবিয়া ও তিম্না—দশটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

57 পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দশটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

57 স্ব স্ব গ্রামের সহিত দশটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

57 কয়িন, গিবিয়া এবং তিম্না। মোট 10টি শহর এবং তাদের চারিদিকের মাঠগুলি।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:57
8 ক্রস রেফারেন্স  

পরে সেই সীমা বালা হইতে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।


ভারী অনাবৃষ্টির বিষয়ে যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল।


পরে বহু দিবস গত হইলে শূয়ের কন্যা যিহূদার স্ত্রী মরিয়া গেল, পরে যিহূদা সান্ত্বনাযুক্ত হইয়া আপন বন্ধু অদুল্লমীয় হীরার সহিত তিম্নায় যাহারা তাঁহার মেষগণের লোম কাটিতেছিল, তাহাদের নিকটে চলিল।


তখন কেহ তামরকে বলিল, দেখ, তোমার শ্বশুর আপন মেষগণের লোম কাটিতে তিম্নায় যাইতেছেন।


যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,


হল্‌হূল, বৈৎ-সূর, গদোর,


এলোন, তিম্না, ইক্রোণ,


আরও সে মদ্‌মন্নার পিতা শাফকে এবং মক্‌বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল; আর কালেবের কন্যার নাম অক্‌ষা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন