Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:56 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

56 যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

56 যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

56 যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

56 যক্‌দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্‌না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

56 যক্‌দিয়াম, সানোহ, কয়িন, গিবিয়া ও তিম্না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

56 যিষ্রিয়েল, যক্দিযাম, সানোহ্,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:56
9 ক্রস রেফারেন্স  

মায়োন, কর্মিল, সীফ,


কয়িন, গিবিয়া ও তিম্না; স্ব স্ব গ্রামের সহিত দশটি নগর।


আর দায়ূদ যিষ্রিয়েলীয়া অহীনোয়মকেও বিবাহ করিলেন; তাহাতে তাহারা উভয়েই তাঁহার স্ত্রী হইল।


অতএব অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে যিহোরাম রামাতে যে সকল আঘাত প্রাপ্ত হন, তাহা হইতে আরোগ্য পাইবার জন্য যিষ্রিয়েলে ফিরিয়া গেলেন; এবং আহাবের পুত্র যিহোরামের পীড়া প্রযুক্ত যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় তাঁহাকে দেখিতে যিষ্রিয়েলে নামিয়া গেলেন।


যোষেফ-সন্তানগণ কহিল, এই পর্বতময় দেশে আমাদের সম্পোষ্য হয় না, এবং যে সমস্ত কনানীয় তলভূমিতে বাস করে, বিশেষতঃ বৈৎ-শানে ও তথাকার উপনগরসমূহে এবং যিষ্রিয়েল তলভূমিতে বাস করে, তাহাদের লৌহরথ আছে।


যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,


দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;


আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।


হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামত করিল]।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন