Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:51 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

51 গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

51 গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গামের সঙ্গে এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

51 গোশন, হোলোন ও গীলো—এগারোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

51 হোলোন ও গিলো। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট এগারোটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

51 হোলোন ও গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

51 গোশন, হোলোন এবং গীলো। মোট 11টি শহর ও তাদের চারিদিকের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:51
6 ক্রস রেফারেন্স  

এইরূপে যিহোশূয় সেই সমস্ত প্রদেশ, পর্বতময় প্রদেশ, সমস্ত দক্ষিণ অঞ্চল, সমস্ত গোশন দেশ, নিম্নভূমি, অরাবা তলভূমি, ইস্রায়েলের পর্বতময় প্রদেশ ও তাহার নিম্নভূমি,


এইরূপে যিহোশূয় কাদেশ-বর্ণেয় হইতে ঘসা পর্যন্ত তাহাদিগকে এবং গিবিয়োন পর্যন্ত গোশনের সমস্ত দেশকে আঘাত করিলেন।


পরে অবশালোম বলিদান কালে দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তাহার নগর হইতে, গীলো হইতে, ডাকিয়া পাঠাইল। আর চক্রান্ত দৃঢ় হইল, কারণ অবশালোমের পক্ষীয় লোক উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল।


অনাব, ইষ্টিমোয়, আনীম,


চারণভূমির সহিত হোলোন, চারণভূমির সহিত দবীর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন