Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 আর পূর্ব সীমা যর্দনের মোহনা পর্যন্ত লবণ-সমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দনের মোহনায় সমুদ্রের বাঁক হইতে বৈৎ-হগ্লায় ঊর্ধ্বগমন করিয়া বৈৎ-অরাবার উত্তরদিক্‌ হইয়া গেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর পূর্ব সীমা জর্ডানের মোহনা পর্র্যন্ত লবণ সমুদ্র। আর উত্তর দিকের সীমা জর্ডানের মোহনায় সমুদ্রের বাঁক থেকে বৈৎ-হগ্লায় উপরের দিকে উঠে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পূর্ব সীমানা হল জর্ডনের মোহনা হয়ে মরুসাগর। উত্তর সীমানা জর্ডনের মোহনায় অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 এদের পূর্ব সীমান্ত মরুসাগরের তীরে জর্ডনের মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দিকের সীমানা জর্ডনের মোহনায় সাগরের বাঁক থেকে শুরু করে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর পূর্ব্ব সীমা যর্দ্দনের মুহানা পর্য্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মুহানায় সমুদ্রের বঙ্ক হইতে বৈৎ-হগ্লায় ঊর্দ্ধগমন করিয়া

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাদের পূর্বদিকে সীমানা ছিল লবণ নদীর তীর থেকে সেখান পর্যন্ত যেখানে যর্দন নদী সাগরে মিশেছে। উত্তরের সীমানা শুরু হয়েছে যেখানে যর্দন নদী মৃত সাগরে মিশেছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:5
5 ক্রস রেফারেন্স  

পরে সেই সীমা যর্দন দিয়া যাইবে, এবং লবণ-সমুদ্র পর্যন্ত বিস্তৃত হইবে; চতুঃসীমানুসারে এই তোমাদের দেশ হইবে।


আর পূর্ব সীমার নিমিত্ত তোমরা হৎসর-ঐনন হইতে শফাম লক্ষ্য করিবে।


ইদোমের নিকটস্থিত সিন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ অঞ্চল হইবে, ও পূর্বদিকে লবণ সমুদ্রের প্রান্ত হইতে তোমাদের দক্ষিণ সীমা হইবে।


পরে সেই সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্যন্ত উঠিয়া গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন