Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

45 ইক্রোণ, এবং তথাকার উপনগর ও গ্রাম সকল;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

45 ইক্রোণ এবং সেই স্থানের উপনগর ও সমস্ত গ্রাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

45 ইক্রোণ ও তার চারপাশের উপনিবেশ ও গ্রামগুলি;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

45 এক্রোণ এবং তার উপনগর ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

45 ইক্রোণ, এবং তথাকার উপনগর ও গ্রাম সকল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

45 যিহূদার লোকরা ইক্রোণ এবং অন্যান্য ছোটখাট শহর এবং তাদের চারপাশের মাঠঘাটও পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:45
11 ক্রস রেফারেন্স  

মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ জন ভূপালের দেশ,


কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্‌দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে।


আর আমি অস্‌দোদ হইতে নিবাসীকে ও অস্কিলোন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব; ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।


পলেষ্টীয়েরা সদাপ্রভুর উদ্দেশে দোষার্থক উপহার বলিয়া এই এই স্বর্ণময় স্ফোটক উৎসর্গ করিয়াছিল- অস্‌দোদের জন্য এক, ঘসার জন্য এক, অস্কিলোনের জন্য এক, গাতের জন্য এক, ও ইক্রোণের জন্য এক,


পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।


এই সকল ইশ্মায়েলের সন্তান; আর তাঁহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাঁহাদের এই এই নাম; তাঁহারা আপন আপন জাতি অনুসারে দ্বাদশ জন অধ্যক্ষ ছিলেন।


কিয়িলা, অক্‌ষীব ও মারেশা; স্ব স্ব গ্রামের সহিত নয়টি নগর।


ইক্রোণ অবধি সমুদ্র পর্যন্ত অস্‌দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।


আর সেই সীমা ইক্রোনের উত্তর পার্শ্ব পর্যন্ত বিস্তৃত হইল; পরে সেই সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্বত হইয়া যব্‌নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।


এলোন, তিম্না, ইক্রোণ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন