Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

44 কিয়িলা, অক্‌ষীব ও মারেশা; স্ব স্ব গ্রামের সহিত নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 কিয়িলা, অক্‌সীব ও মারেশা; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 কিয়ীলা, অক্‌ষীব ও মারেশা—নয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

44 পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 কিয়িলা, অক্ষীব এবং মারেশা। মোট 9টি শহর এবং তাদের চারপাশের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:44
8 ক্রস রেফারেন্স  

পুনর্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেলা রাখিল; ইহার জন্মকালে যিহূদা কষীবে ছিল।


যিপ্তহ, অশ্‌না, নৎসীব,


ইক্রোণ, এবং তথাকার উপনগর ও গ্রাম সকল;


যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।


যিহূদার পুত্র শেলার সন্তান- লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন