Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ, দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 মিগ্দল্‌-গাদ, দিলিয়ন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 দিলিয়ন, মিস‌্পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:38
10 ক্রস রেফারেন্স  

তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্র লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বারা সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন; অদ্যাপি তাহা রহিয়াছে।


পরে শমূয়েল লোকদিগকে মিস্‌পাতে সদাপ্রভুর নিকটে ডাকাইলেন;


তিনি প্রতি বৎসর বৈথেলে, গিল্‌গলে ও মিস্‌পাতে পরিভ্রমণ করিয়া সেই সকল স্থানে ইস্রায়েলের বিচার করিতেন।


পরে ইস্রায়েল-সন্তানগণ কহিল, সমাজে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে? কেননা মিস্‌পাতে সদাপ্রভুর নিকটে যে না আসিবে, সে অবশ্য হত হইবে, এই মহাদিব্য তাহারা করিয়াছিল।


পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মনুষ্যের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।


পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।


সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ,


লাখীশ, বস্কৎ, ইগ্লোন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন