Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গামের সঙ্গে চৌদ্দটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 শারয়িম, অদীথয়িম ও গদেরা—চোদ্দোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 গেদেরা ও গেদেরোথয়িম। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট চৌদ্দটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 শারয়িম, অদীথয়িম এবং গদেরা (গদেরোথয়িম)। মোট 14টি শহর এবং সেখানকার সব মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:36
5 ক্রস রেফারেন্স  

আর ইস্রায়েলের ও যিহূদার লোকেরা উঠিয়া জয়ধ্বনি করিল, এবং গয় পর্যন্ত ও ইক্রোণের দ্বার পর্যন্ত পলেষ্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; তাহাতে পলেষ্টীয়দের আহতগণ শারয়িমের পথে গাৎ ও ইক্রোণ পর্যন্ত পড়িল।


যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,


সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ,


এবং গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি ত্রিশ জনের মধ্যে একজন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিলেন; আর যিরমিয়, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ,


নিম্নভূমিস্থিত জলপাইবৃক্ষ ও সুকমোরবৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের অধ্যক্ষ যোয়াশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন