Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

33 নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশনা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 পশ্চিমী পর্বতের পাদদেশে: ইষ্টায়োল, সরা, অশ্‌না,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 যিহূদার পরিবারগোষ্ঠীরা পশ্চিমের পাহাড়ী অঞ্চলের শহরগুলি পেয়েছিল। ইষ্টায়োল, সরা, অশ্না,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:33
9 ক্রস রেফারেন্স  

পরে তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া তাঁহাকে লইয়া সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁহার পিতা মানোহের কবরস্থানে তাঁহার কবর দিল। তিনি বিংশতি বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।


আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনেদানে, তাঁহাকে চালাইতে লাগিলেন।


পরে তাঁহারা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হইয়া সেই স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহা দণ্ডে করিয়া দুই জন বহিলেন; এবং তাঁহারা কতকগুলি ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনিলেন।


তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,


লবায়োৎ, শিল্‌হীম, ঐন্‌ ও রিম্মোন; স্ব স্ব গ্রামের সহিত সর্বসুদ্ধ ঊনত্রিশটি নগর।


সানোহ, ঐন্‌-গন্নীম, তপূহ, ঐনম,


তৎকালে দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মানোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাঁহার স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয় নাই।


আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী, যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়গণ, ইহাদের হইতে সরাথীয় ও ইষ্টায়োলীয়েরা উৎপন্ন হইল।


সরা, অয়ালোন ও হিব্রোণ, এই যে সকল প্রাচীরবেষ্টিত নগর যিহূদা ও বিন্যামীন দেশে আছে, তিনি এই সকল গাঁথিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন