Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 সীফ, টেলম, বালোৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 সীফ, টেলম, বালোৎ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24-25 টেলম, বেলোৎ, হাৎসোর-হদত্তা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 টেলম, বালোৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 সীফ, টেলম, বালোত্‌,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:24
8 ক্রস রেফারেন্স  

পরে দায়ূদ প্রান্তরে নানা দুরাক্রম স্থানে বাস করিলেন, সীফ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন। আর শৌল প্রতিদিন তাঁহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর তাঁহার হস্তে তাঁহাকে সমর্পণ করিলেন না।


তাহাতে তাহারা উঠিয়া শৌলের অগ্রে সীফে গেল; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা মরুভূমির দক্ষিণে অরাবায়, মায়োন প্রান্তরে, ছিলেন।


পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই? অতএব হে রাজন্‌! নামিয়া আসিবার জন্য আপনার প্রাণে যত ইচ্ছা, তদনুসারে নামিয়া আইসুন;


ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষপন্ন কর।


পরে শৌল লোকদিগকে ডাকাইয়া টলায়ীমে তাহাদিগকে গণনা করিলেন; দুই লক্ষ পদাতিক ও যিহূদার দশ সহস্র লোক হইল।


কেদশ, হাৎসোর, যিৎনন,


হাৎসোর-হদত্তা, কিরিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ হাৎসোর,


যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন