যিহোশূয় 15:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার নিকটে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তস্থিত নগর কব্সেল, এদর, যাগুর, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে এহুদা-বংশের লোকদের বংশের প্রান্তস্থিত নগর কব্সেল, এদর, যাগুর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 ইদোমের সীমানার দিকে নেগেভে অবস্থিত যিহূদা বংশের সর্বদক্ষিণস্থ নগরগুলি হল: কব্সীল, এদর, যাগুর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 নেগেব অঞ্চলে ইদোম সীমান্তে অবস্থিত যিহুদা গোষ্ঠীর নগরসমূহ —কব্সেল এদর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার নিকটে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তস্থিত নগর কব্সেল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এই শহরগুলি হচ্ছে যিহূদার সেই অংশে যেখানে যিহূদার দক্ষিণের সীমা বরাবর এদোমের সঙ্গে যুক্ত হয়েছে। সেগুলো হচ্ছে: কব্সেল, এদর, যাগুর, অধ্যায় দেখুন |