যিহোশূয় 15:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-শেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্ষার বিবাহ দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর কালুত বললেন, যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার কন্যা অক্ষার বিয়ে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 আর কালেব বললেন, “যে ব্যক্তি কিরিয়ৎ-সেফর আক্রমণ করে তা নিয়ন্ত্রণে আনবে, আমি তার সঙ্গে আমার মেয়ে অক্ষার বিয়ে দেব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কালেব ঘোষণা করেছিলেন, যে কিরিয়াত-সেফার অধিকার করতে পারবে, তারই সঙ্গে তিনি তাঁর কন্যা অক্ষার বিবাহ দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্ষার বিবাহ দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কালেব বলল, “আমি কিরিয়ৎ-সেফর আক্রমণ করতে চাই। আমি আমার কন্যা অক্ষার বিয়ে তারই সঙ্গে দেব যে যুদ্ধে জয়লাভ করে আসবে।” অধ্যায় দেখুন |