যিহোশূয় 15:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর কালেব তথা হইতে অনাকের সন্তানগণকে, শেশয়, অহীমান ও তল্ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর কালুত সেখান থেকে অনাকের সন্তানদের, শেশয়, অহীমান ও তল্ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 হিব্রোণ থেকে কালেব তিন অনাকীয়কে—অনাকের ছেলে শেশয়, অহীমান ও তল্ময়কে তাড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কালেব সেখান থেকে শেশয়, অহিমান এবং তল্ময় নামে অনাকের তিন বংশধরকে বিতাড়িত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর কালেব তথা হইতে অনাকের সন্তানগণকে, শেশয়, অহীমান ও তল্ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 হিব্রোণে বসবাসকারী তিনটি অনাক পরিবারকে কালেব তাড়িয়ে দিলেন। ঐ তিনটি পরিবার হচ্ছে শেশয়, অহীমান আর তল্ময়। এরা সবাই অনাকীয় লোক। অধ্যায় দেখুন |