যিহোশূয় 15:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর ইউসার প্রতি মাবুদের হুকুম অনুসারে তিনি এহুদা সন্তানদের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব (অর্বপুর) অর্থাৎ হিব্রোন দিলেন, ঐ অর্ব অনাকের পিতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী যিহোশূয় যিহুদা গোষ্ঠীর মধ্যে যিফুন্নির পুত্র কালেবকে কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ অঞ্চলটি দিলেন। (অর্বা ছিল অনাকের পিতা।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু যিহোশূয়কে বলেছিলেন, যিফুন্নির পুত্র কালেবকে যিহূদার দেশের একটা অংশ যেন তিনি দিয়ে দেন। তাই যিহোশূয় ঈশ্বরের আদেশমত তাকে সেই জায়গা দিয়ে দিলেন। যিহোশূয় তাকে কিরিয়ৎ-অর্ব (হিব্রোণ) শহর দান করলেন। (অর্ব হচ্ছে অনাকের পিতা।) অধ্যায় দেখুন |