যিহোশূয় 15:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 পরে সেই সীমা বালা হইতে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে সেই সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্র্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর পাশ অর্থাৎ কসালোন পর্র্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হয়ে তিম্নার কাছ দিয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 পরে তা পশ্চিমদিকে বাঁক নিয়ে বালা থেকে সেয়ীর পর্বতের দিকে গিয়ে, যিয়ারীম পর্বতের (অর্থাৎ, কসালোনের) উত্তরপ্রান্তের ঢাল বেয়ে বেত-শেমশ পর্যন্ত গেল ও তিম্না অতিক্রম করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তারপর বালা থেকে পশ্চিম দিকে সেয়ীর পর্বত ঘুরে জিয়ারিম পাহাড়ের উত্তরে কসালোন পর্যন্ত গেল। সেখান থেকে নীচের দিকে বেথ-শেমেশ হয়ে তিম্নার পাশ কাটিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে সে সীমা বালা হইতে সেয়ীর পর্ব্বত পর্য্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্ব্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্য্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 বালা থেকে সীমা পশ্চিমে বাঁক নিয়ে পাহাড়ী দেশ সেয়ীর পর্যন্ত গেছে। তারপর যিয়ারীম পাহাড় চূড়ার উত্তর দিক ঘেঁষে নীচে বৈৎ-শেমশে পর্যন্ত। সেখান থেকে সেটি তিম্নার পাশ দিয়ে গেছে। অধ্যায় দেখুন |