যিহোশূয় 14:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কেননা যোষেফ সন্তানগণ দুই বংশ হইল, মনঃশি ও ইফ্রয়িম; আর লেবীয়দিগকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করিবার জন্য কতকগুলি নগর, এবং তাহাদের পশুপালের ও তাহাদের সমপত্তির জন্য সেই সকল নগরের চারণভূমি দেওয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কেননা ইউসুফ সন্তানেরা দুই বংশ হল, মানশা ও আফরাহীম; আর লেবীয়দেরকে দেশে কোন অংশ দেওয়া হয়নি, কেবল বাস করার জন্য কতগুলো নগর এবং তাদের পশুপাল ও তাদের সম্পত্তির জন্য সেসব নগরের চারণ-ভূমি দেওয়া গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কারণ যোষেফের বংশধরেরা মনঃশি ও ইফ্রয়িম—এই দুই গোষ্ঠীতে পরিণত হল। লেবীয়েরা দেশের কোনও অংশ পায়নি, কিন্তু বসবাস করার জন্য শুধু কয়েকটি নগর এবং তাদের মেষপাল ও পশুপালের জন্য চারণভূমি পেয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যোষেফের বংশধরেরা মনঃশি ও ইফ্রয়িম এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল। দেশে লেবীয়দের কোন অংশ দেওয়া হয় নি, তাদের বসবাসের জন্য কেবল কতকগুলি নগর এবং সেগুলির সংলগ্ন চারণভূমি তাদের পশুপালের জন্য দেওয়া হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা যোষেফ-সন্তানগণ দুই বংশ হইল, মনঃশি ও ইফ্রয়িম; আর লেবীয়দিগকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করিবার জন্য কতকগুলি নগর, এবং তাহাদের পশুপালের ও তাহাদের সম্পত্তির জন্য সেই সকল নগরের পরিসরভূমি দেওয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বারোটি পরিবারগোষ্ঠীকে জমিজায়গা দেওয়া হয়েছিল। যোষেফের পুত্ররা মনঃশি ও ইফ্রয়িম এই দুটি পরিবারগোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল। প্রত্যেক পরিবারগোষ্ঠীই কিছু জমি জায়গা পেয়েছিল। কিন্তু লেবি পরিবারগোষ্ঠীর লোকরা কোন জমিজায়গা পায়নি। তারা বসবাসের জন্য মাত্র কয়েকটি শহর পেয়েছিল। প্রত্যেক পরিবারগোষ্ঠীর জমি-জায়গার মধ্যেই এইসব শহরগুলি ছিল। পশুদের জন্য তারা মাঠও পেয়েছিল। অধ্যায় দেখুন |