Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

27 আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দনের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দন ও তাহার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আর উপত্যকাতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষবোনের সীহোন বাদশাহ্‌র অবশিষ্ট রাজ্য এবং জর্ডানের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত জর্ডান ও তার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্‌বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এবং উপত্যকায় বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোত, সাফোন ও হিষবোনের রাজা সিহোনের রাজ্যের অবশিষ্টাংশ এবং জর্ডনের পূর্বতীর বরাবর কিন্নেরত হ্রদের প্রান্ত পর্যম্ত তাদের সীমা নির্দিষ্ট হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দ্দনের পূর্ব্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্য্যন্ত যর্দ্দন ও তাহার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 বৈৎ‌-হারম, বৈৎ‌-নিম্রা, সুক্কোৎ ও সাফোন। হিষ্বোনের রাজা সীহোন অন্য যেসব অঞ্চল শাসন করতেন সেগুলি এদেশের মধ্যে। এই রাজ্যের সীমানা গালীল হ্রদের শেষ পর্যন্ত ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:27
14 ক্রস রেফারেন্স  

পরে সেই সীমা শফাম হইতে ঐনের পূর্বদিক হইয়া রিব্লা পর্যন্ত নামিয়া যাইবে; সেই সীমা নামিয়া পূর্বদিকে কিন্নেরৎ হ্রদের তট পর্যন্ত যাইবে।


যগ্‌বিহ, এবং বৈৎ-নিম্রা, ও বৈৎ-হারণ, এই সকল প্রাচীরবেষ্টিত নগর ও মেষবাথান নির্মাণ করিল।


কিন্তু যাকোব সুক্কোতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি কুটির নির্মাণ করিলেন, এই জন্য সেই স্থান সুক্কোৎ [কুটির সকল] নামে আখ্যাত আছে।


এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;


আর অরাবা তলভূমি, যর্দন ও তৎপরিসীমা, কিন্নেরৎ হইতে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্বদিকে পিস্‌গা-পার্শ্বের নিচে লবণ-সমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।


একদা যখন লোকসমূহ তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেষরৎ হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন,


রাজা যর্দনের অঞ্চলে সুক্কোৎ ও সর্তনের মধ্যস্থিত কর্দম ভূমিতে তাহা ঢালাইলেন।


এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা তলভূমিতে, পূর্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা তলভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে, এবং পিস্‌গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে রাজত্ব করিতে ছিলেন।


অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


আর হিষ্‌বোন হইতে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম হইতে দবীরের সীমা পর্যন্ত;


গাদ-সন্তানগণের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।


ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব, আমি শিখিম বিভাগ করিব, ও সুক্কোতের তলভূমি মাপিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন