Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 যর্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ হইতে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহোশূয় যাহাদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগানুসারে ইস্রায়েলের বংশসমূহকে দিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 জর্ডানের এপারে পশ্চিম দিকে লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ থেকে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত ইউসা ও বনি-ইসরাইল দেশের যে যে বাদশাহ্‌কে আঘাত করলেন ও ইউসা যাদের দেশ অধিকার হিসেবে নিজ নিজ বিভাগ অনুসারে ইসরাইলের বংশগুলোকে দিলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 জর্ডনের পশ্চিম তীরে লেবানন উপত্যকার বেল্-গাদ থেকে সেয়ীর অভিমুখে বিস্তৃত হালাক পর্বত পর্যন্ত এলাকার সমস্ত রাজাকে যিহোশূয় এবং ইসরায়েলীরা পরাজিত করেছিলেন। যিহোশূয় তাদের যে দেশ ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর এলাকা নিরূপণ করে তাদের ভোগদখল করার অধিকার দিয়েছিলেন, সেই দেশগুলির বিবরণ এই :

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 যর্দ্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের তলভূমিতে স্থির বাল্‌গাদ হইতে সেয়ীরগামী হালক পর্ব্বত পর্য্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহোশূয় যাহাদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগানুসারে ইস্রায়েলের বংশসমূহকে দিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ইস্রায়েলের লোকরা যর্দন নদীর পশ্চিম কূলের দেশের রাজাদেরও জয় করেছিল। যিহোশূয় এই দেশের লোকদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এটি জয় করেছিলেন এবং পরে এই ভুখণ্ডটি বারোটি পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। ঈশ্বর তাদের এই দেশ দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দেশ ছিল লিবানোনের বাল‌্গাদ উপত্যকা এবং সেয়ীরের কাছে হালক পর্বতশৃঙ্গের মাঝখানে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:7
16 ক্রস রেফারেন্স  

সেয়ীরগামী হালক পর্বত হইতে হর্মোণ পর্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ পর্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্বক বধ করিলেন।


এইরূপে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্যানুসারে যিহোশূয় সমস্ত দেশ হস্তগত করিলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশানুযায়ী বিভাগানুসারে তাহা অধিকারের জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।


আর যর্দনের পারস্থ সমুদয় রাজা, পর্বতময় প্রদেশ ও নিম্নভূমি-নিবাসী এবং লিবানোনের সম্মুখস্থ মহাসমুদ্রের সমস্ত তীর নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয়, ও যিবূষীয় রাজগণ এই কথা শুনিতে পাইয়া,


আর যে পর্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দন পার না হইল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।


আর তুমি লোক সমূহকে এই আজ্ঞা কর, সেয়ীর-নিবাসী তোমাদের ভ্রাতৃগণের অর্থাৎ এষৌ-সন্তানদের সীমার নিকট দিয়া তোমাদিগকে যাইতে হইবে, আর তাহারা তোমাদের হইতে ভীত হইবে; অতএব তোমরা অতি সাবধান হইবে।


পরে সদাপ্রভু আমাকে যেরূপ বলিয়াছিলেন, তদনুসারে আমরা ফিরিয়া সূফসাগরের পথে প্রান্তর দিয়া যাত্রা করিলাম, এবং অনেক দিন যাবৎ সেয়ীর পর্বত প্রদক্ষিণ করিলাম।


দলপতি অনা, দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। ইঁহারা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভূত দলপতি।


তদ্দেশ-নিবাসী হোরীয় সেয়ীরের সন্তান লোটন,


এইরূপে এষৌ সেয়ীর পর্বতে বাস করিলেন; তিনিই ইদোম।


তাহার পর যাকোব আপনার অগ্রে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁহার ভ্রাতা এষৌর নিকটে দূতগণকে পাঠাইলেন।


ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন।


ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন