Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 তির্সার এক রাজা; সর্বসুদ্ধ একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তির্সার এক জন বাদশাহ্‌; মোট একত্রিশ জন বাদশাহ্‌।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এবং তিরমার রাজা-সর্বমোট একত্রিশ জন রাজা।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তির্সার রাজা মোট রাজার সংখ্যা 31।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:24
7 ক্রস রেফারেন্স  

পরে গাদির পুত্র মনহেম তির্সা হইতে উঠিয়া গেলেন, শমরিয়াতে উপস্থিত হইলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে শমরিয়াতে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।


যিহূদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অম্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বারো বৎসর রাজত্ব করেন; তিনি ছয় বৎসর তির্সাতে রাজত্ব করেন।


আর তিনি তাহাদের রাজগণকে তোমার হস্তগত করিবেন, এবং তুমি আকাশমণ্ডলের নিচ হইতে তাহাদের নাম লোপ করিবে; যে পর্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিবে, তাবৎ তোমার সম্মুখে কেহ দাঁড়াইতে পারিবে না।


যোশিয় আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং একত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন।


পরে যারবিয়ামের ভার্যা উঠিয়া প্রস্থান করিলেন, এবং তির্সাতে উপস্থিত হইলেন, তিনি বাটীর দ্বারের গোবরাটে আসিবামাত্র বালকটি মরিয়া গেল।


পরে সেই সন্তানগণ সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিল, এবং তুমি সেই দেশনিবাসী কনানীয়দিগকে তাহাদের সম্মুখে নত করিলে, এবং উহাদিগকে ও উহাদের রাজগণকে ও দেশস্থ সকল জাতিকে তাহাদের হস্তে সমর্পণ করিলে, উহাদের প্রতি যাহা ইচ্ছা তাহা করিতে দিলে।


ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন