Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 দোর উপগিরিতে স্থিত দোরের এক রাজা, গিল্‌গলস্থ গোয়ীমের এক রাজা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 দোর পাহাড়ী এলাকায় অবস্থিত দোরের এক জন বাদশাহ্‌, গিলগলস্থ গোয়ীমের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 (নাফোৎ-দোরে) দোরের রাজা একজন গিল্‌গলে গয়িমের রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 দোর অঞ্চলে দোরের রাজা, গোয়িম অঞ্চলে গোয়িমের রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 গিল্‌গলস্থ গোয়ীমের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 দোর পর্বতশৃঙ্গের দোরের রাজা গিল‌্গলের গোয়ীমের রাজা

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:23
6 ক্রস রেফারেন্স  

এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;


কিন্তু যে [দেশ] পূর্বে যাতনাগ্রস্ত ছিল, তাহার তিমির আর থাকিবে না; তিনি পূর্বকালে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পথ, যর্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালীলকে, গৌরবান্বিত করিয়াছেন।


আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি উপগিরি মনঃশির অধিকার ছিল।


এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব-সীমায়, গিল্‌গলে শিবির স্থাপন করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন