Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 তানকের এক জন বাদশাহ্‌, মগিদ্দোর এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 তানকের রাজা একজন মগিদ্দোর রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 আনাকের রাজা, মেগিদ্দোর রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 কর্ম্মিলস্থ যক্নিয়ামের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তানকের রাজা মগিদ্দোর রাজা

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:21
7 ক্রস রেফারেন্স  

আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি উপগিরি মনঃশির অধিকার ছিল।


তানকে ও মগিদ্দোতে এবং সর্তনের নিকটে ও যিষ্রিয়েলের নিম্নে স্থিত সমস্ত বৈৎশানে, অর্থাৎ বৈৎ-শান অবধি আবেল-মহোলা ও যক্‌মিয়ামের পার পর্যন্ত অহীলুদের পুত্র বানা।


রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।


শিম্রোণ-মরোণের এক রাজা, অক্‌ষফের এক রাজা,


কেদশের এক রাজা, কর্মিলস্থ যক্নিয়ামের এক রাজা,


আর মনঃশির অর্ধ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত তানক, ও চারণভূমির সহিত গাৎ-রিম্মোণ, এই দুইটি নগর দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন