যিহোশূয় 10:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তারা তা-ই করলো, ফলত জেরুশালেমের বাদশাহ্, হেবরনের বাদশাহ্, যর্মূতের বাদশাহ্, লাখীশের বাদশাহ্ ও ইগ্লোনের বাদশাহ্, এই পাঁচ বাদশাহ্কে সেই গুহা থেকে বের করে তাঁর কাছে আনলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 অতএব তারা সেই পাঁচজন রাজাকে—জেরুশালেমের, হিব্রোণের, যর্মূতের, লাখীশের ও ইগ্লোনের রাজাকে গুহা থেকে বের করে আনল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তারা তা-ই করল। জেরুশালেম, হিব্রোণ, মারক্ষুৎ, লাখীশ ও ইগলোন এই পাঁচ জায়গার পাঁচজন রাজাকে তারা গুহা থেকে বার করে যিহোশূয়ের কাছে নিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তাই যিহোশূয়ের লোকরা পাঁচজন রাজাকে গুহার ভেতর থেকে বার করে আনল। তারা ছিল জেরুশালেম, হিব্রোণ, যর্মূত, লাখীশ এবং ইগ্লোনের রাজা। অধ্যায় দেখুন |