যিহোশূয় 10:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যিহোশূয় কহিলেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানি বড় বড় পাথর গড়াইয়া দিয়া সেইগুলি রক্ষা করিবার জন্য তথায় লোক নিযুক্ত কর, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 ইউসা বললেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানা বড় বড় পাথর গড়িয়ে দিয়ে সেটা পাহারা দেবার জন্য কয়েকজন লোক নিযুক্ত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তখন তিনি বললেন, “সেই গুহাটির মুখে বড়ো বড়ো পাষাণ-পাথর গড়িয়ে দাও ও সেটি পাহারা দেওয়ার জন্য কয়েকজন লোক মোতায়েন করে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তিনি তখন নির্দেশ দিলেন, তোমরা কতকগুলো বড় বড় পাথর গড়িয়ে নিয়ে গিয়ে গুহার মুখে চাপা দাও এবং কয়েক জনকে সেখানে পাহারায় রাখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যিহোশূয় কহিলেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানা বড় বড় পাথর গড়াইয়া দিয়া সেগুলি রক্ষা করিবার জন্য তথায় লোক নিযুক্ত কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যিহোশূয় বললেন, “বড় বড় পাথর দিয়ে গুহামুখ বন্ধ করে দাও। কিছু লোককে গুহা পাহারায় রেখে দাও। অধ্যায় দেখুন |