যিহূদা 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 কিন্তু ইহারা যাহা যাহা না বুঝে, তাহারই নিন্দা করে; এবং বুদ্ধিবিহীন পশুদের ন্যায় যাহা যাহা স্বভাবতঃ জ্ঞাত হয়, সেই সকলেতে নষ্ট হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কিন্তু এরা যা যা বোঝে না, তারই নিন্দা করে এবং বুদ্ধিবিহীন পশুদের মত সহজাত প্রবৃত্তিবশত নিজে থেকেই যা বোঝে তার দ্বারাই বিনষ্ট হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু এই লোকেরা যা বোঝে না, সেইসব বিষয়ের তীব্র নিন্দা করে। বিবেচনাহীন পশুর মতো সহজাত প্রবৃত্তির বশে যা খুশি তারা তাই করে, আর সেভাবেই নিজেদের ধ্বংস ডেকে আনে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কিন্তু এই লোকগুলি যা বোঝে না তারই নিন্দা করে এবং অবোধ পশুর মত যেটুকু জানে সেটুকু শুধু সহজাত প্রবৃত্তির সূত্রেই জানে আর তাতেই হয় তাদের রমরণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কিন্তু ইহারা যাহা যাহা না বুঝে, তাহারই নিন্দা করে; এবং বুদ্ধিবিহীন পশুদের ন্যায় যাহা যাহা স্বভাবতঃ জ্ঞাত হয়, সেই সকলেতে নষ্ট হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কিন্তু এই লোকরা যে সব বিষয় বোঝে না তারই নিন্দা করে; আর চিন্তা দ্বারা নয় বরং তাদের স্বাভাবিক অনুভূতির দ্বারা যা বোঝে, যুক্তিবিহীন পশুদের মত তাই করে নিজেদের ধ্বংস ডেকে আনে। অধ্যায় দেখুন |